চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত সোনার বাংলা চাই,
মোরা সোনার বাংলা চাই, মোরা শান্তিরই গান গাই।
মোদের এই জন্মভূমি, এই যে প্রিয় দেশ,
চাঁদাবাজির থাবায় আজও সব নিঃশেষ।
সন্ত্রাসের কালো ছায়ায় জীবন আজ আঁধারে,
শান্তির পরশ চাইছি মোরা, সবারই অন্তরে।
কত শত স্বপ্ন দেখেছি, সোনার এই দেশ নিয়ে,
আগামীর দিন সাজাবো, সকলে মিলেমিশে।
অশান্তির কালো মেঘে, চতুর্দিকে ভয় ছড়ায়,
আলোর দিশা দেখাতে, কে আছো কোথায়?
সুন্দর সমাজ গড়তে, ভেদাভেদ ভুলে যাই,
একসাথে মিলেমিশে, নতুন দেশ গড়বো ভাই।
শিশুরা হাসবে হেসে, মায়েরা পাবে সুখ,
নিরাপদ থাকবে সবাই, থাকবে না কোনো দুখ।
কৃষকের মাঠে ফসল ফলবে, শ্রমিকের ঘাম ঝরবে,
সেই ফসল খেয়ে দেশের মানুষ, সুখে দিন কাটাবে।
মোদের এই জন্মভূমি, এই যে প্রিয় দেশ,
চাঁদাবাজির থাবায় আর সব হবে না নিঃশেষ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০