শব্দচাষী ও প্রবাসী ।
ক্লান্তি লগ্নে ও বলতে তুমি,
জন্মভূমি ভালোবাসি।
তোমার অগ্নি ঝড়া শব্দচাষে
ফ্যাসিস্ট পালায়, মানুষ হাসে।
তোমার প্রতিবাদের শব্দ বোমা-
সৈরাচারের হয় নি ক্ষমা।
কুরসি ভাঙ্গে, শব্দবোমা,
দিল্লিতে যায় পাইতে ক্ষমা।
তাই,
আবারও কিবোর্ড ধরো। ঝাপিয়ে পর।
ঐ তাঁরা, কাঁপছে দেখ থর-থর।
ওঁরা সুযোগ বুঝেই দাঁড়াবে আবার-
তাই, পরতে হবে ঝাপিয়ে সবার।
তৈরি থেকো, জন্মভূমি হৃদয়ে রেখো।
ওঁরা আসুক বারংবার।
ও প্রবাসী, শব্দচাষী
ক্লান্তি লগ্নে ও বলতে তুমি জন্মভূমি ভালোবাসি।
পালিয়ে যাওয়া নেত্রী -
র- য়ের গড়া ছাত্রী।
মাটির প্রতি , নাইকো টান-
দেশ করেছে খান-খান।
৯৬, দুই হাজার -
ভেল্কিবাজি বারংবার।
দেশের মানুষ সরল ও বোকা -
বারেবারেই দিচ্ছে ধোকা।
র- য়ের মাজার করতে পূজা-
দিল্লিতে যায়, সোজা-সোজা।
তিনি, তিলক পরেন। পট্টি, ও বাধেন
ওমরাহ-তাওয়াফে ফুপিয়ে কাঁদেন।
প্যারিস থেকে।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০