অগ্নিকাণ্ডে মরলো শিশু
আর মরলো শিক্ষকেরা,
পুরো শরীর ঝলসে গেছে
ঐ আগুনে লড়াই করে।
গায়ের সকল জামা কাপড়
পুড়ে হলো ছাই,
শত শিশু প্রাণ হারালো
বাঁচানোর কেউ নাই।
দুর্ঘটনায় বাবা-মা র সন্তান
খুঁজছে অবিরত,
সোনা,মানিক আয় ঘরে আয়
মায়ের অপেক্ষা আর কত।
হাসপাতালের বেডে দেখি
অনেক শিশু আহত,
পোড়ার সকল ছাত্র শিক্ষকের
আহাজারি কত।
শাহজাাদপুর, ময়মনসিংহ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০