আলা উদ্দিন বিশেষ প্রতিনিধি চুনারুঘাট হবিগঞ্জঃ
চুনারুঘাটের এ জেড টি মডেল একাডেমি হতে জমজ দুই বোনে সহ ৪ জনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন এ জেড টি মডেল একাডেমি হতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এসেছে আনন্দের জোয়ার। প্রথমবার অংশগ্রহণ করেই প্রতিষ্ঠান ইতিহাসে অনন্য সাফল্য অর্জিত হয়েছে।
প্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এরমধ্যে বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হলো জমজ দুই বোন তাসনিয়া আক্তার জেলি ও সাদিয়া আক্তার পলি জিপিএ-৫ পেয়ে নজির গড়েছে পিতা : আব্দুর রউফ ফরিদ, মাতা : সাহানা আক্তার গ্রামঃ তাউশী, ৭ নং উবাহাটা ইউনিয়ন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বলেন “তারা দু’জনই অত্যন্ত মেধাবী, নিয়মিত পড়ালেখা করে। ৫ম শ্রেণীতেও টেলেন্টপুল বৃত্তি অর্জন করেছিল এসএসসি পরীক্ষায় প্রথম অংশগ্রহণেই এই কৃতিত্ব প্রতিষ্ঠানের জন্য গর্বের।”
এছাড়াও মোট ৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ২ জন গোল্ডেন প্লাস অর্জন করেছে। প্রধান শিক্ষক জোনাইদ আহমেদ বলেন প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেই এই সাফল্য আমাদের আরও অনুপ্রাণিত করবে। পরবর্তী বছরগুলোতে আরও ভালো ফলাফল অর্জনে আমরা কাজ করে যাবো।জেড টি মডেল একাডেমি পরিবার সকল শিক্ষার্থী অভিভাবক শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানায় এবং সকলের কাছে এই মেধাবী শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০