রাত্রি গভীর হয়
রাতজাগা কবিরাই জানে,
শব্দের লুকোচুরি
অদ্ভুত আবেগেই টানে।
তারপর ধীরে ধীরে
লিখে যায় জীবনের গান,
অবহেলা করো তবু
হাতে দ্যাখো মায়াবী নিশান।
নিরাশার মাঝে আনে
আশা জাগানিয়া সব সুর,
নিথর প্রাণের 'পরে
স্বপ্নেরা করে ভাঙচুর।
ভেঙ্গে দেয় কুঁড়েঘর
অট্টালিকা বেশি দুরে নয়,
চাঁদ দ্যাখে হাতে নিয়ে
মঙ্গলে গুটিগুটি পায়।
হেঁটে যায় মরুচারী
সবখানে ফুটাবেই ফুল,
ভুল বুঝে কিছু লোক
অকারনে করে হুলুস্থুল।
তবু দ্যাখো চিরকাল
কবিরাই বেসে যায় ভালো,
শব্দ-নক্ষত্র হতে
আজীবন জ্বেলে যায় আলো।
ফুলতলা, খুলনা।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০