আঁকো যার ছবি!
তব মানস ভূমি,
উর্বর যার লাগি।
খোঁজনি তারে তুমি!
আছে যথা রীতি,
হতে তোমা সাথী।
আমি সদা সখি,
তুমি বিহনে জ্বলি,
বাজায় ব্যথার বাঁশি!
সে'জন অভাগা অতি!
ঘটিয়ে ভ্রমের ইতি,
বোঝেনি তোমার প্রীতি।
আমিও দূর্ভাগা আজি!
পাইনি তোমারে সাথী,
নি:সঙ্গ জীবন যাপি।
যশোর, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০