ছুটে চলে হুসাইন কারবালা-মাঝ
মুছে দিতে চিরতরে জালিমের সাজ,
এজিদের কালো থাবা মুমিনের দিকে,
হাসান হুসাইনকে করে দিবে ফিকে।
এজিদের কূট চালে পানি থেকে দূরে,
ঘরে ঘরে শিশু আজ কাঁদে নিচ সুরে।
ঈমানের তেজশক্তি বুকে আছে বল,
তাই নিয়ে হুসাইন বেঁধে নিল দল।
পানি নেই মরুভূমে রুক্ষ আজ ধরা,
কারবালা-যুদ্ধ হবে খুব জানি কড়া।
একদল সৎ পথে অন্য দল গোড়া,
শহীদের রক্তে হবে ইতিহাস গড়া।
তুমুল যুদ্ধ করতে মুমিনেরা চলে,
কাঁদে শিশু কাঁদে জায়া পানি নেই বলে।
এজিদের কালো হাত ভেঙে দিতে গিয়ে,
শাহাদাত লাভ করে শত শত হিয়ে।
দশ তারিখ আসলে ভাবি মনে আমি,
ঈমানের শক্তি বুকে ছিল খুব দামি।
বাতিলের কাছে তারা হয়নি তো নত,
যতদিন রবে ধরা রয়ে যাবে ক্ষত।
শেরপুর, বগুড়া।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০