ছুটে চলেছে ঐ হুসাইন
কারবালার প্রান্তরে যায়,
সপরিবারে সমহিমায় তেজো-
দীপ্তে ডাক দিয়ে যায়।
আয়রে আয় সকল মুজাহিদ
রণাঙ্গনে ছুটে আয় ,
অন্যায় আর সত্যের বিরুদ্ধে
কারবালায় চলে আয়।
পিপাসায় কাতর নবী পরিবার
করে যে হাহাকার,
এজিদের বাহিনী ফোরাতের
পানি নিয়ে করে বাহার।
শোনো মুসলিম ! ঐ-যে কারবালায়
বাজে রণদামামা,
হাঁকো হায়দরী হাঁক ! প্রকম্পিত
হোক বিশ্ব জাহান আমা।
কারবালা যে লালে লাল
হুসাইন - শহীদী তামান্নায়,
শোককে কর শক্তি আঘাত হানো
অসত্যের কলিজায়।
ডাক দিয়ে যায় আশুরা
শোনরে মুমিন কান পেতে ,
আর কতদিন দেরি তোর
বন্ধু! রণাঙ্গনে যেতে।
যুগে যুগে এজিদের বাহিনী
তান্ডব চালিয়েছে ভবে,
রুখে দিয়েছে হুসাইনী বাহিনী
বুকের তাজা রক্ত দিয়ে।
নবীর পরিবার শহীদ হলো
দিলো না তবু আমামা,
জালিমের বিরুদ্ধে গর্জে উঠো
এ হলো আবেদন আমা।
"শির দেগা আমামা নেহি দেগা"
এযে হুসাইনী শপথ ,
রুখে দাঁড়াও রুখে দাও যতসব
অন্যায়- অবিচার।
খুলনা, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০