শনিবার ( ৫ জুলাই ২০২৫ইং) প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, হবিগঞ্জ এর উদ্যোগে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ১ম দিনে প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে " প্রশিক্ষণ কর্মশালা " নবীগঞ্জ দারুল হিকমাহ এ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের কর্মসুচি ছিল - উদ্বোধনী বক্তব্য, দারসুল কুরআন, আইসব্রেকিং, প্রি-টেস্ট, কম্পিউটার ও গুগলের ব্যবহার, এ্যাপস, একজন দায়ীর জন্য ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা প্রেক্ষিত বাংলাদেশ। একজন শিক্ষক একজন দা'ঈ ইত্যাদি।
প্রশিক্ষণ প্রদান করেন - প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এর জেলা দায়িত্বশীল মো: লুৎফুর রহমান, কাজী মহসিন আহমেদ, অধ্যাপক আলী আজম সিদ্দিকী, প্রভাষক মাওলানা মুজিবুর রহমান, আবু সাঈদ মাহমুদ আযহারী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০