অন্তর থেকে ভালোবেসে যারা লিখে ভবে,
জ্ঞানী গুণী মানুষ তারা মরেও অমর রবে।
ভালো মন্দ বিচার করে কলম নিয়ে তারা,
তাদের লেখা পড়ে পাঠক বিবেককে দেয় নাড়া।
সাহিত্য আজ কলুষিত আবোল তাবোল গল্প,
পাঠক আজই ব্যস্ত সবাই বই যে পড়ে অল্প।
ভালো মানের লেখা হলে বুঝতে পাঠক পারে,
সেসব লেখা পড়তে পাঠক কভু যে না ছাড়ে।
সুসাহিত্য সাহিত্যেরই আলোর বাতি জ্বালে,
বিখ্যাত সব লেখক দেখি জন্মে কালে কালে।
সেসব কবির লেখা পড়ে আমরা হচ্ছি বড়ো,
তেমন ভালো লেখা পেলে পাঠক তুমি পড়ো।
খারাপ লেখা পাঠক পড়ে পায় না কোনো সুফল,
সমাজেতে ধ্বংস আনে এসব লেখার কুফল।
লেখা পড়ে সেটা যদি যায় সহজে বোঝা,
সুখের পাঠ্য বইয়ের জ্ঞানে পাঠক হবে সোজা।
লিখতে গিয়ে লেখার মাঝে ছড়ায় যারা মন্দ,
এমন লেখা পাঠক মনে লাগিয়ে দেয় দ্বন্দ্ব।
জ্ঞানী ব্যক্তি লেখার দ্বারা ছড়িয়ে দেয় আলো,
সুস্থ ভুবন গড়ে উঠে দূরে সরে কালো।
শেরপুর, বগুড়া।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০