কালায় ফাঁইসা গেছে বিয়ে করে
চক্ষু দুইটা বদ্ধ করে,
সাদার ভিতর কালার পাহাড়
মনটায় শুধু জ্বালাই ধরে।
রূপের পরীর পেত্নী রূপের
ভয়টা শুধুই আঁকড়ে আসে,
বিয়ের আগের হলদে পরীর
চেহারাটা নেই তো আজ পাশে।
আটা ময়দার পাহাড় জুড়েই
পরীদের ভাই লুকিয়ে রাখে ,
আটার পাহাড় সরতে গেলেই
কয়লার কালি শুধুই থাকে।
রূপ আগুনের ঝলক দেখতে
ময়দার মাঝে ডুবটা দিবে,
পেত্নী ছাড়াই আসল পরীর
খোঁজ খবরটা কেবাই নিবে?
এমন পরীই কালায় চাইছে
মনের মতোই তাই তো পাবে,
মাসের শেষের খরচ দিতেই
পকেট ফাঁকাই হইয়া যাবে।
কালায় কান্দে বুক চাপিয়াই
মনের কষ্ট কেউ না বুঝে,
মরার জন্য কালায় শুধুই
ঘটক বেটার ঘরটা খুঁজে।
ময়দার গুণে বউয়ের গুণে
কালায় গেছেন ফাঁইসা কলে,
পাগল হইয়া কালায় ঘুরছে
ময়দা ময়দা শুধুই বলে।
গৌরীপুর, ময়মনসিংহ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০