সিলোটি মানুষ বড়ই ভালা,
হাসি খুশি আর মনটা খোলা।
শাহ জালাল শাহপরান ও শাহ সুলতান মাজার,
দেশ বিদেশে ভক্ত তাদের আছে হাজারো হাজার।
দুটি পাতা একটি কুড়ির সুবাস মেশা চায়ের স্বাদ,
সাতকরার আর কমলালেবুর মজা কেন পড়বে বাদ।
কমলা বাগান আর সবুজ মাঠ দেখে জুড়ায় প্রান,
পাহাড় টিলা গাছের সারি আরোও পান বাগান।
জাফলং পাথর রাতারগুলের স্বচ্ছ জলরাশি,
বিছনাকান্দি, লালাখালের রূপালী রঙের হাসি
হাকালুকির হাওরে দেখতে মন বসেনা ঘরে,
তাইতো আমি যাই ছুটে যাই ওই হাওরের তীরে।
মানুষে কয় ২য় লন্ডন আমার সিলেট সেরা,
৩৬০ আউলিয়ার পদধূলিতে ধন্য হলাম মোরা।
সুখ শান্তি আর মায়ায় ভরা এই সিলেটর মাটি,
তাইতো বলি আমার সিলেট সোনার চেয়েও খাঁটি।
আশরাফ কয় কলমের টানে ডাকি,
সিলেট আইসো পাইবা না তো ফাঁকি।
ভালা করি আপ্যায়ন তো করিব,
দেখিয়া গেলে এ শহর, মন জুড়াব।
জকিগঞ্জ, সিলেট।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০