ছোট ছোট ছেলেমেয়ে বড়ো জানি হবে,
বড় হয়ে মানুষের পাশে তারা রবে।
বাবা মাকে ছেলেমেয়ে দিবে খুব মান,
দেশের তরেতে তারা দিবে সবে প্রাণ।
মানুষের কথা কবে বুকে বল নিয়ে,
সর্বশক্তি যাবে দিয়ে সম্মুখেতে গিয়ে।
গরিবের পাশে থেকে করে যাবে কাজ,
যাবে করে সব কাজ পাবে নাতো লাজ।
বাবা মায়ে বলে তাই আমাদের সোনা,
দেখো চেয়ে দেশমাঝে হাতে যাবে গোনা।
সেই ছেলে সেই মেয়ে মানুষের তরে,
আলো জ্বেলে রবে তারা প্রতি ঘরে ঘরে।
আপনার কথা ভুলে কাজে দিবে মন,
অলসতা ছেড়ে দিয়ে আয় করে ধন।
উপকার ছাড়া কিছু ভাবনায় নেই,
দেশমাতা খুশি আজ ছেলে মেয়েতেই।
এই খোকা এই খুকি মন দিয়ে শোন্,
ভেদাভেদ ভুলে থাক তোরা ভাই বোন।
বাড়াবাড়ি করবি না বড় হয়ে সব,
সুখে রবো সকলেই খুশি হবে রব।
শেরপুর, বগুড়া।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০