সমুদ্রের ঢেউয়ের তীরে,
জনাসমাগমকে এড়িয়ে,
বিষন্নতা ছেড়ে বিশালতায়,
স্বস্তির আশ্বাসে-প্রশ্বাসে
ছুটে এলাম সঙ্গী-সাথী নিয়ে।
মিরসরাই ইকনোমিক জোন
বিশাল একটি এলাকা উপলব্ধি করে,
দৃশ্য দেখে অতিক্রম করে, যাচ্ছি সমুদ্র তীরে নন্দন-আনন্দে দেখবো নয়নভরে।
সমুদ্রের বিশালতায় ক্ষনিকের তরে
নিমিষেই গেলাম হারিয়ে,
ঢেউয়ের তালে মন-আনন্দে নেচে বেড়াই প্রকৃতির সৌন্দর্য নিয়ে।
ধর্মীয় হউক, সাহিত্য হউক বা বেড়াতে
একসাথে,বারংবার মন চায় যেতে,
সকল মত-পথের অনুসারীদের আড্ডায়
সম্পর্কের সূত্র ধরে উঠব তখন মেতে।
চট্টগ্রাম।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০