স্টাফ রিপোর্টার : পাঠকপ্রিয় " সময়ের ধ্বনি " পত্রিকার সম্পাদক মন্ডলীদের সভা অনুষ্ঠিত হয়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক উমর ফারুক শাবুল পৃথক পৃথক ভাবে পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠক করেন। সম্পাদক ও প্রকাশক উমর ফারুক শাবুল, নির্বাহী সম্পাদক শায়খ তাজুল ইসলাম, সহযোগী সম্পাদক জিন্নুন নাহার খান নিপা এবং বার্তা সম্পাদক আব্দুর রউফ আশরাফ সহ অনান্য দায়িত্বশীলদের সাথে বৈঠক করেন এবং পত্রিকার প্রচার ও প্রসার এবং গুণগত মান বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়।
সোমবার (১৬জুন ২০২৫ইং) দুপুরে পত্রিকার সম্পাদক ও প্রকাশক উমর ফারুক শাবুল, পত্রিকার সহযোগী সম্পাদীকা জিন্নুন নাহার খান নিপা'র সাথে বৈঠক করেন। এসময় সহযোগী সম্পাদীকার স্বামী ব্যাংকার সৈয়দ জাহিদুল ইসলাম বৈঠকে অংশ গ্রহণ করে পত্রিকার উত্তরোত্তর সফলতায় নানা পরামর্শ দেন। শৈশবকালে তিনি একজন গুণী লেখক ছিলেন। পরবর্তীতে চাকুরির কারণে লেখালেখিতে সময় দেয়া সম্ভব না হওয়ায় সাংবাদিকতা থেকে দূরে চলে আসেন। তিনি পত্রিকার জন্য অফিসের ব্যবস্থা করেন। সম্পাদক ও প্রকাশক উমর ফারুক শাবুল কে পত্রিকার অফিসটি ঘুরে ঘুরে দেখান এবং নতুন সাজে সজ্জিত করার আশ্বাস দেন। আল্লাহ তায়ালা তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০