হয়তো মনের যাতনায়
নিয়েছি আপন মমতায়।
আকাশ সমান ভাবনা
চিন্তনের শেষ সীমানা
আজও আছো তুমি
নীরব কামনায়।
চুপিচুপি জেগে থাকি
রাত জাগা নক্ষত্রের মতো।
শব্দহীন অনুভব গুলো
পাথরে লিখি বারবার।
তুমি ছিলে, এখনো আছো,
সময়ের অনুপাতে রঙ বদলানো স্বপ্নে।
তবু কেন জানি না—
প্রতি নিঃশ্বাসে তোমার ছায়া!
ভেবেছিলাম ভুলে যাবো,
আত্মপ্রবঞ্চনার শহরে আশ্রয় নিয়ে।
কিন্তু যন্ত্রণাও যে একধরনের আশ্রয়,
সেখানে তুমিই একমাত্র বাসিন্দা।
ইচ্ছে ছিল শুক্ল চতুর্দশী রাতে
মনন প্রভাতের বাগে
তোমায় নিয়ে হাঁটবো সাথে।
চুপটি করে বসে পড়বো
খুনসুটি আর গল্পে মত্তো হতে।
আমি বলি নাই কিছু
তুমিও চুপ—নির্বাক, অথচ কাছেই।
ভালবাসার হয়তো এমনই হয়
না বলার জন্য------
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০