বটের মতো ছায়া হয়ে
বাবাই শুধু আগলে রাখে,
সুখে দুঃখের সঙ্গী সাথী
বাবাই আমার পাশে থাকে।
জীবনের ঐ পাঠশালাতে
তুমি আমার শ্রেষ্ঠ গুরু,
সত্য পথে জীবন চলা
তোমার থেকে হলো শুরু।
শত কষ্ট সহ্য করে
রাখছো তুমি আমায় ভালো,
দুঃখ কষ্ট সংসার মাঝে
মুখ দেখি নি তোমার কালো।
বাবার মতো আপন মানুষ
পৃথিবীতে নেই যে কেহ,
আমার সুখের জন্য বাবা
বৃষ্টি রোদে পোড়ায় দেহ।
অতুলনীয় বাবা আমার
সদাই তুমি থাকো সুখে,
স্বর্গ সুখের পাই যে আমি
আমার প্রিয় বাবার বুকে।
শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০