বাবা আমার পাহাড়সম ভালোবাসার প্রতীক,
বাবা আমার মাথার ছাতা বটবৃক্ষ আন্তরিক।
রাগ ছিল ঠিকই বাবার কিন্তু ছিল সরল মন,
শাসন বারণ করতো সবই মারতো না অকারণ।
মেয়ে বলে আদর সোহাগ ছেলের চেয়েও বেশী,
নামাজ কোরআন সাথী বাবার থাকতো হাসিখুশী।
চাকুরীজীবি বাবা আমার নিয়মনীতির কদর,
অবসরে বৃক্ষ সেবায় মত্ত থাকতো বিছিয়ে মনের চাদর।
লেখাপড়ায় ছেলেমেয়ে নিয়ম একই ছিল দেখি,
ধর্ম শিক্ষায় কঠোর ছিলেন নামাজ কোরআন শিখি।
বলতেন মাকে,মেয়েরা মেহমান ভালো খাওয়াও ওদের,
কার কপালে কি আছে,খোলা থাক বিধাতার রহমতের।
বাবা নেই আজ,ছেলেমেয়ে সফলতার দ্বার ছুঁয়ে,
বাবার আদর্শে এবাদতে সবে মগ্ন থাকে বিধাতারই ভয়ে।
বাবা মা দুজন মিলেই গড়েছেন সুখের এ সংসার,
একসাথে থাকি যেনো সবে বেহেস্তে চাই রহমত বিধাতার।
চট্টগ্রাম।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০