আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে পিরোজপুর গ্রামের ডা: হারুন মিয়ার ছেলে জাকির হোসেন (৩২) নিহত হয়।
রবিবার (১৫জুন ২০২৫ইং) বিকালে পিরোজপুর পয়েন্ট এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এসময় টেটাবিদ্ধ কয়েকজনকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সুত্রে জানা যায়, শেকুল মিয়া ও হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল । পিরোজপুর বাজারের পাশের এক ফার্মেসীতে তর্কাতর্কি হলে তাদেরকে সরে যেতে বললে সেকুলের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্যে জড়ায়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ব্যবসায়ী জাকির হোসেনের দোকানে গিয়ে প্রতিপক্ষের লোকজন আক্রমণ করলে গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০