পিতা পুত্রের ত্যাগের ইতিহাস সম্মানের
সাথে করছি মোরা স্বরন।
যে ত্যাগে কারণ মহান আল্লাহ চিরতরে
সন্তুষ্ট হন।
হে নবীর অনুসারীরা তোমারাও করো
তাদের অনুসরণ,
দাও কুরবানি প্রিয় বস্তুুর করো উৎসর্গ
আল্লাহর নাম।
করো কোরবানি নিজের নফসের যত
ক্লেশ,গ্লানি,হিংসা পরাজিত শয়তান,
লালন করো মানবতা,বিলিয়ে দাও
নিজেকে মিলবে দোজাহান।
আল্লাহ চায়নি জাহির করা বড় কোন
পশু হত্যা কোরবানির প্রতিযোগিতা,
খাছ দীলে করো বিনাশ,বান্দা নিজের
ভিতরের পশুকে করো হত্যা।
নির্ভিক নিশ্চুপ দৃঢ়তায় পিতা ও পুত্র
আদেশ মেনেছিলের আল্লাহর ,
কঠিন পরিক্ষা দিয়ে হয়ে ছিলেন উত্তির্ণ
পেয়েছিলেন সয়ং সাহায্য খোদার।
এসো কোরবানি করি যত মনের
হিংসা বিদ্বেষ দুর হোক মনের কালি,
মহাত্যাগের দীক্ষা ভ্রাতৃত্বের বন্ধনে
আবদ্ধ হয়ে পশুত্বের দেই বলি।
অন্যায় অত্যাচার করো প্রতিরোধ
মনুষ্যত্বের মহান দীক্ষা করো অর্জন,
শান্তির বন্যায় ভাসিয়ে দাও দূরনীতি
ও পাপের অন্ধকারে হোক আলোর প্লাবন।
স্রষ্টার প্রতি রেখে ভক্তি ও সম্মান
এসো গড়ি খাঁটি ইসলাম,
দোজাহান হোক সুস্থ সুন্দর সবার
প্রতি সবাই রেখো প্রীতির বন্ধন৷
রেগু পার্ক, জামাইকা কুইন
নিউইয়র্ক, ইউএসএ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০