আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে আটশত দেশীয় মদ ও মাদক কারবারি মহিলা সহ চার জনকে আটক করেছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কাকাইলচেও ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়নগর গ্রামে ১০ই জুন রাত ৩ট ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটশত লিটার দেশী মদ ও মাদক কারবারি মহিলা সহ চার জনকে আটক করা হয়েছে। আটশত লিটার মদের বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা। এসএফ সোর্সের তথ্যে এ অভিযান পরিচালনা করেন লেফটেন্যান্ট আরিফ ফয়সাল ৬৪ ইবি এর নেতৃত্বে। এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এর সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান এই বিষয়ে অবগত রয়েছেন, এবং মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০