চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড় আব্দা গ্রামে বাড়ির পাশে খালের নিকট পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার(৭)ও তার আপন ছোট ভাই নবিউর রহমান(৪)।তারা উভয়ই বড় আব্দা গ্রামের আরজু মিয়ার সন্তান।
গত (৩১ মে) ২০২৫ইং শনিবার দুপুরে কোন এক সময় বাড়ির পাশে থাকা খালের নিকট পুকুরে পড়ে তারা মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় পাগল প্রায় নিহত শিশুর পিতা আরজু মিয়া ও তাদের মা।
তাদের মৃত্যুতে পেয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০